ওয়ার্কশপ খাতে ভ্যাট কমানোর সিদ্ধান্ত
- By Jamini Roy --
- 20 January, 2025
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ওয়ার্কশপ খাতে ভ্যাট আগের অবস্থায় ফিরিয়ে এনেছে। সোমবার (২০ জানুয়ারি) এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানের সঙ্গে বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির আলোচনা শেষে এ ঘোষণা দেওয়া হয়।
গত ৯ জানুয়ারি একটি অধ্যাদেশের মাধ্যমে ওয়ার্কশপ খাতে ভ্যাট ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছিল। তবে অটোমোবাইল খাতের বিভিন্ন পক্ষের আপত্তি এবং তীব্র প্রতিক্রিয়ার পর এনবিআর এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ওয়ার্কশপে ভ্যাট পুনরায় ১০ শতাংশে নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম বলেছেন, "অটোমোবাইল কোম্পানির মালিক ও শ্রমিকরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের নিরলস পরিশ্রমে দেশে নতুন গাড়ি আমদানি কমেছে। পাশাপাশি দক্ষ শ্রমিকরা বিদেশে কাজ করে রেমিট্যান্স পাঠাচ্ছেন।"
তিনি আরও জানান, ওয়ার্কশপে ভ্যাট বাড়ানোর ফলে এ খাতের ব্যবসা এবং কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা তৈরি হয়েছিল।
এর আগে, গত ১৬ জানুয়ারি হোটেল এবং রেস্তোরাঁ খাতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তও প্রত্যাহার করেছিল এনবিআর। এনবিআর জানিয়েছে, জনগণের স্বার্থ এবং অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখার জন্য এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ওয়ার্কশপ মালিক সমিতি এবং সংশ্লিষ্ট পক্ষগুলো এই খাতে আরও প্রণোদনা ও সহযোগিতার আহ্বান জানিয়েছে। তাদের মতে, সরকারের সহায়তায় এই খাত দেশের অর্থনীতিতে আরও বেশি অবদান রাখতে সক্ষম হবে।